বরগুনার বেতাগীতে শিক্ষিকা ধর্ষণের ঘটনায় দায়েরকৃত মামলার চার নাম্বার আসামি মোঃ মেহেদী হাসান রবিউলকে (১৮) গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২০ আগস্ট) সকালে তাকে গ্রেফতার করা হয়। রবিউল বেতাগী উপজেলার হেসনাবাদ ইউনিয়নের কদমতলা গ্রামের মোঃ সুলতান হোসেনের ছেলে। বরগুনার পুলিশ সুপার বিজয় বসাক পিপিএম বলেন, ধর্ষকদের গ্রেফতারের জন্য রাতভর বিভিন্নস্থানে অভিযান চালায় পুলিশ। পরে রোববার সকালে মেহেদী হাসান রবিউলকে গ্রেফতার করা হয়। তিনি আরও বলেন, রবিউলকে ঘটনা সম্পর্কে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের পর আদালতে হাজির করা হবে।