রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫ ৬ই মাঘ ১৪৩১
Smoking
 
বলিউড অভিনেত্রী অসিন কন্যা সন্তানের মা হয়েছেন
প্রকাশ: ০৪:০২ pm ২৫-১০-২০১৭ হালনাগাদ: ০৪:০৫ pm ২৫-১০-২০১৭
 
 
 


বলিউড অভিনেত্রী অসিন কন্যা সন্তানের মা হয়েছেন। মঙ্গলবার (২৪ অক্টোবর) রাতে ইনস্টাগ্রামে অসিন জানিয়েছেন, "আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আজ দিনের শুরুতেই আমাদের কোলে এসেছে আমাদের মেয়ে। বিগত ন’মাস ছিল আমাদের কাছে অত্যন্ত স্পেশাল এবং রোমাঞ্চকর। এই সময় আমাদের পাশে থাকার জন্য সকল শুভাকাঙ্খীকে ধন্যবাদ জানাই।" ২০১৬ সালে অসিন মাইক্রোম্যাক্স সংস্থার প্রতিষ্ঠাতা রাহুল শর্মাকে বিয়ে করেন। অক্ষয় কুমারের সঙ্গে ‘খিলাড়ি ৭৮৬’র শুটিং এর সময় রাহুলের সঙ্গে পরিচয় হয় তার। রাহুল-আসিনের আলাপের নেপথ্যে ছিলেন অক্ষয়। পরবর্তীতে সম্পর্ক গড়ায় প্রেমে। এরপরই অসিনকে নজরকাড়া আংটি দিয়ে বাগদান সেরে ফেলেন দু’জন। রাহুল-অসিনের বিলাসবহুল বিয়ের অনুষ্ঠানও হইচই ফেলে দিয়েছিলো বলিউড পাড়ায়। বেশ কয়েক মাস ধরেই মিডিয়া জগত থেকে দূরে ছিলেন তিনি। অসিনকে সর্বশেষ অভিষেক বচ্চনের বিপরীতে 'অল ইজ ওয়েল' ছবিতে অভিনয় করতে দেখা গেছে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে অসিন তার ৩১ তম জন্মদিনের ঠিক দুদিন আগে মা হলেন।

সূত্র: বলিউড হাঙ্গামা

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT