রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫ ৬ই মাঘ ১৪৩১
Smoking
 
বলিউড অভিনেত্রী এষা দেওল মা হয়েছেন
প্রকাশ: ১১:৫০ am ২৪-১০-২০১৭ হালনাগাদ: ১১:৫৩ am ২৪-১০-২০১৭
 
 
 


বলিউড অভিনেত্রী এষা দেওল মা হয়েছেন। বলিউডের ড্রিমগার্ল খ্যাত হেমা মালিনী এবং ধর্মেন্দ্রর মেয়ে এষা রোববার (২২ অক্টোবর) রাতে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। ভারতের মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালে এষার মেয়ের জন্ম হয়েছে। চলতি বছর এপ্রিলেই এষার স্বামী ব্যবসায়ী ভরত তখতানি জানিয়েছিলেন তাদের ঘরে নতুন আসছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এষা তাঁর বেবি-বাম্পের ছবিও পোস্ট করেছিলেন। এষা তখন জানিয়েছিলেন, গর্ভকালীন সময়ে তাঁর মানসিক পরিবর্তনের দিকগুলো সামলাতেন ভরত। স্বামীর অস্তিত্ব তাঁর জীবনে একটি শক্ত পিলারের মতো বলে জানিয়েছিলেন তিনি। ২০১২ সালের ফেব্রুয়ারিতে এনগেজমেন্টের পর ওই বছরই জুনে বিয়ের পিড়িতে বসেন এষা এবং ভরত। ছোটবেলা থেকেই বন্ধু তারা। হাসপাতাল সূত্রে খবর অনুযায়ী, মা-মেয়ে দুজনেই সুস্থ আছেন। নতুন অতিথির আগমনে দুই পরিবারেই আনন্দের জোয়ার বইছে।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT