বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানি হাইকমিশনার রফিউজ্জামান সিদ্দিকীকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে।মঙ্গলবার (৩১ অক্টোবর) বিকেল তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসতে বলা হয়েছে। মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করে ভিডিও পোস্ট করার পরিপ্রেক্ষিতে তাকে কলা হয়েছে। জানা গেছে, পাকিস্তান অ্যাফেয়ার্স নামে একটি ফেসবুক পেজে প্রকাশিত ১৩ মিনিট ৪৫ সেকেন্ডের ভিডিও বৃহস্পতিবার পাকিস্তান হাইকমিশন তাদের ফেসবুক পেজে শেয়ার করে। ওই ভিডিওতে দাবি করা হয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নন, জিয়াউর রহমানই বাংলাদেশের স্বাধীনতার ঘোষক! ভিডিওতে আরও দাবি করা হয়, শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতাই চাননি; তিনি স্বায়ত্তশাসন চেয়েছিলেন।