৫ জানুয়ারি ‘গণতন্ত্র হত্যা দিবস’ উপলক্ষে ৭ জানুয়ারি সমাবেশ করতে চেয়েছে বিএনপি। এখনো পুলিশ তাদের অনুমতি দেয়নি। এরই মধ্যে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয় ঘিরে রেখেছে পুলিশ। কার্যালয়ের পাশ দিয়ে পথচারীদেরও যেতে দেয়া হচ্ছে না।
শনিবার সকাল থেকে বিএনপি কার্যালয়ের সামনে পুলিশের অবস্থান দেখা যাচ্ছে। কার্যালয়ের সামনে দুটি সারিতে দাঁড়িয়ে রয়েছে পুলিশ। সাদা পোশাক পরা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যও রয়েছে। জলকামান, আর্মাড কার, প্রিজন ভ্যানসহ পুলিশের কয়েকটি গাড়ি রাখা রয়েছে।
সকালে কার্যালয়ের সামনে থেকে দলের তিন কর্মীকে আটক করে নিয়ে গেছে পুলিশ।
দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার বলেছেন, “সোহরাওয়ার্দী উদ্যানে অনুমতি দেয়া না হলে নয়াপল্টনে সমাবেশ করতেও বিএনপির আপত্তি নেই।”