বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের বৈঠক আগামী ২৪ মার্চ শনিবার। ওই দিন সন্ধ্যা ৭টায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
২০ দলের শরিক বাংলাদেশ ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভূইয়া ও বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ের গণমাধ্যম শাখার সদস্য শামসুদ্দিন দিদার এ বিষয়ে এনটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন।
বৈঠকে খালেদা জিয়ার সাজা ও জামিন স্থগিত, কারামুক্তি, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে। এ ছাড়া সামনের দিনগুলোতে জোটের করণীয় ও আগামী নির্বাচন নিরপেক্ষ সরকারের অধীনে করার দাবিতে আন্দোলনের বিষয়ে নিজেদের মতামত তুলে ধরবেন ২০ দলের নেতারা।
২০ দলের সমন্বয়ক ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সভাপতিত্ব করবেন। এ ছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা এ বৈঠকে উপস্থিত থাকবেন।
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা হওয়ার পর এটি ২০ দলীয় জোটের দ্বিতীয় বৈঠক।