ছবি: সংগৃহীত |
বিদেশি চ্যানেলে দীর্ঘদিন ধরেই প্রচারিত হয়ে আসছিল দেশীয় বিজ্ঞাপন। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছিল টেলিভিশন শিল্প। অবশেষে বিদেশি চ্যানেলে দেশীয় বিজ্ঞাপন প্রচার বন্ধ করা হয়েছে।
মিডিয়া ইউনিটি সূত্রে জানা গেছে, বিদেশি চ্যানেলে দেশীয় বিজ্ঞাপন বন্ধ করা হয়েছে। সংস্কৃতি কর্মীদের আন্দোলনের মুখে বিদেশি বিজ্ঞাপন বন্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ প্রদান করেন। এ নির্দেশের ফলে শুক্রবার রাত থেকেই বিদেশি চ্যানেলে দেশীয় বিজ্ঞাপন বন্ধ করা হয়।
উল্লেখ্য বিদেশি চ্যানেলে দেশীয় পণ্যের বিজ্ঞাপন দেওয়ার বিরুদ্ধে বেশ কিছুদিন ধরেই আন্দোলন করছিল মিডিয়া ইউনিটি ও ছোটপর্দার সঙ্গে জড়িত সংগঠনগুলোর সম্মিলিত সংগঠন এফটিপিও। তারা ৩০ নভেম্বর শহীদ মিনারে সমাবেশও করে।
সমাবেশের দুইদিনের মাথাতেই বিদেশি চ্যানেলে দেশীয় বিজ্ঞাপন বন্ধের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন এফটিপিও।