বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের সেন্ট্রাল রেলস্টেশনে মঙ্গলবার (২০ জুন) একজন সন্দেহভাজন আত্মঘাতী বোমা হামলাকারীকে গুলি করে হত্যা করেছে সেনা সদস্যরা। তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, একটি ছোট বিস্ফোরণ ঘটানোর পর ওই সন্দেজভাজন ব্যক্তিকে গুলি করা হয়। তবে ওই বিস্ফোরণে কেউ হতাহত হননি। বেলজিয়াম কর্তৃপক্ষ এ ঘটনাকে সন্ত্রাসী হামলা বলে অভিহিত করেছে। বেলজিয়ামের সংবাদপত্র লা লিব্রে বেলজিকের বরাত দিয়ে বার্তাসংস্থা বিবিসি জানিয়েছে, ওই সন্দেহভাজন হামলাকারীর পরনে বিস্ফোরক বেল্ট ছিল। হামলাকারী স্টেশনে অবস্থানরত সেনা সদস্যদের দৃষ্টি আকর্ষণের পরই বিস্ফোরণ ঘটায়। কর্মকর্তারা জানিয়েছেন, ওই সন্দেহভাজন ব্যক্তি 'আল্লাহু আকবার' বলে চিৎকারও করছিল। উল্লেখ্য, ২০১৬ সালের মার্চে বেলজিয়ামের ব্রাসেলসে ইসলামিক জঙ্গি সংগঠন আইএসের হামলায় ৩২ জন নিহত হয়েছিলো।