শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫ ৫ই মাঘ ১৪৩১
Smoking
 
ভারত থেকে আমদানি ছাড়াই কোরবানিতে গরুর চাহিদা মেটানো সম্ভব
প্রকাশ: ০২:৩৭ pm ০৬-০৮-২০১৭ হালনাগাদ: ০২:৪০ pm ০৬-০৮-২০১৭
 
 
 


প্রাণিসম্পদ খাতে বাংলাদেশ বর্তমানে আমদানিকারক দেশ থেকে রপ্তানিকারক দেশে পরিণত হয়েছে বলে উল্লেখ করে প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. মো. আইনুল হক বলেন, আমরা চাইলেই ভারত থেকে আমদানি ছাড়াই কোরবানিতে গরুর চাহিদা মেটানো সম্ভব। শনিবার (০৫ আগস্ট) সকালে সাভারের গণবিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সাইন্স অনুষদ আয়োজিত ‘বেসরকারি পর্যায়ে ভেটেরিনারি শিক্ষার প্রসার’ শীর্ষক কর্মশালায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন,  বিশ্বমানের ভেটেরিনারিয়ান তৈরিতে বেসরকারি আরো উদ্যোগ প্রয়োজন। আমরা আশা করব ভেটেরিনারি আইন মেনে গণবিশ্ববিদ্যালয়ের মতো পর্যাপ্ত কাঠামো নিয়ে দেশের প্রাইভেট সেক্টরগুলোও এগিয়ে আসবে। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের আইকিউএসি কনফারেন্স রুমে অনুষ্ঠিত এ কর্মশালায় মূলপ্রবন্ধ উপস্থাপন করেন গণবিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সাইন্স অনুষদের ডিন ড. মো. মোস্তাফিজার রহমান।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT