রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ১০ই অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
ভাষাসৈনিক ডা. আব্দুল মোতালেব খান আর নেই
প্রকাশ: ১২:০০ am ২৮-১১-২০১৬ হালনাগাদ: ১১:০৬ am ২৮-১১-২০১৬
 
 
 


বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন ভাষাসৈনিক ডা. আব্দুল মোতালেব খান (৮৬)। গত রোববার বিকেলে ৩টার দিকে সিরাজগঞ্জ পৌর এলাকার বাহিরগোলা রোডের নিজ বাসভবনে তিনি মারা যান। রাত সাড়ে ১১টায় মরহুমের জামাতা মো. জাকির হোসেন বাবু এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আরো জানান, ভাষাসৈনিক আব্দুল মোতালেব খান বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ৪ মেয়ে, নাতি-নাতনি ও আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আব্দুল মোতালেব খান সদর উপজেলার রাণীগ্রাম মৌজার চিথুলিয়া গ্রামে ১৯৩০ সালের ১৬ মে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

১৯৫২ সালে ভাষা আন্দোলন চলাকালে তিনি ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। ওই সময় রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ২১ ফেব্রুয়ারির দিন তিনি ভাষার দাবিতে ছাত্রদের মিছিলের নেতৃত্ব দেন।

তৎকালীণ সময়ে আন্দোলনের পরের দিন ২২ ফেব্রুয়ারি কেরানীগঞ্জের একটি ছাত্রাবাস থেকে তাকে গ্রেপ্তার করা হয়। একমাস জেল খাটার পর জামিনে মুক্ত হন তিনি। পরে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দেয় পাকিস্তানি সামরিক সরকার।

আব্দুল মোতালেব খান সিরাজগঞ্জে প্রথম প্রিন্টিং প্রেসের ব্যবসা শুরু করেন। এছাড়াও তিনি ১৯৯২ সালে তিনি সাপ্তাহিক হিন্দোল পত্রিকা সম্পাদনা শুরু করেন।

তিনি একাধারে সিরাজগঞ্জ জেলা মুদ্রণ শিল্প মালিক সমিতির সভাপতি, জাতীয় সাংবাদিক সংস্থা সিরাজগঞ্জ জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি ছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। কবি, সাহিত্যিক, লেখক, সৈনিক, সাংবাদিক, প্রবীণ রাজনীতিবিদ ও চিকিৎসক হিসেবে তিনি সিরাজগঞ্জে বিশেষভাবে পরিচিত।
 

 
 

আরও খবর

Daraz
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT