রাশিয়ার স্থানীয় সময় সোমবার (১৭ জুলাই) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠেছে দেশটির কমচটকা উপদ্বীপ অঞ্চল। মার্কিন ভূতাত্বিক পর্যবেক্ষক (ইউএসজিএস) এবং প্যাসিফিক সুনামি সেন্টার জানিয়েছে, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৭.৮। ভূমিকম্পের কারণে এলাকায় সুনামি সতর্কতা জারি করা হয়েছে। রাশিয়ার নিকোলস্কোয়ি থেকে ১২৪ মাইল পূর্বে ছিলো ভূমিকম্পের উৎপত্তিস্থল। সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে ছিল এর কেন্দ্রস্থল। তবে মূল ভূখণ্ড থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে এই উপদ্বীপের অবস্থান হওয়ায় এখনও পর্যন্ত বড় কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সূত্র: সিএনবিএস নিউজ