মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে অতিরিক্ত মালামাল এবং যাত্রীবাহী একটি ট্রাক উল্টে কমপক্ষে ৭৮ জন নিহত এবং ৭২ জন আহত হয়েছে। দেশটিতে মঙ্গলবার (৪ জুলাই) এ দুর্ঘটনা ঘটেছে। রাজধানী বানগুই থেকে প্রায় ৩০০ কিলোমিটার উত্তর-পূর্বের শহর বামবারির কাছে ট্রাকটি উল্টে যায়। ট্রাকটি মালোয়াম গ্রামের সাপ্তাহিক বাজারের দিকে যাচ্ছিল। বামবারি ইউনিভার্সিটি হাসপাতালের প্রধান চিকিৎসক চামবেরলাইন বামা বার্তাসংস্থা রয়টার্সকে জানিয়েছে, "দুর্ঘটনার পর এখন পর্যন্ত আমাদের হিসেবে ৭৮ জন নিহত এবং ৭২ জন আহত হয়েছে। কয়েকজন আহতকে দুর্ঘটনাস্থল থেকে সরাসরি বাড়িতে নিয়ে যাওয়ার পর সেখানে তাদের মৃত্যু হয়েছে। তবে বেশিরভাগেরই মৃত্যু হয়েছে হাসপাতালে।"