রাশিয়ার রাজধানী মস্কোতে বাস দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১১ জন।
স্থানীয় সময় সোমবার স্লাভিয়ানস্কি বোলইভার্ড মেট্রো স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।
ডেইলি মেইলের প্রতিবেদনে জানানো হয়, নিহতদের মধ্যে ১৭ বছরের এক কিশোরী রয়েছে। সে ঘটনার সময় গান শেখার স্কুলে যাচ্ছিল। এ ছাড়া আরতেম কারপভ (২৭) নামের এক যুবক, মিকহেইলোভা নামের এক ব্যক্তি এবং ৫০ বছরের কাছাকাছি বয়সের এক নারীও নিহত হয়েছেন।
আহত ১১ জনের মধ্যে নয়জনকে নগরীর বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।
এটি সন্ত্রাসী হামলা কি না, সে ব্যাপারে এখনো কিছু জানা যায়নি।
তবে তদন্তকারী কর্মকর্তারা বলছেন, বাসটির চালক পুলিশকে জানিয়েছেন, স্টেশন এলাকায় আরেকটি বাসকে সাইড দিয়ে গিয়ে হঠাৎ করেই গাড়িটি তাঁর নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তিনি গাড়ির ব্রেক চাপার চেষ্টা করছিলেন, কিন্তু সেটি কাজ করছিল না। এ সময় বাসটি মেট্রো স্টেশনের আন্ডারপাসে ঢুকে পড়ে।
বিবিসির প্রতিবেদনে জানানো হয়, নিহতরা সবাই আন্ডারপাসে দাঁড়িয়ে ছিলেন। ঠিক সেই সময় বাসটি তাঁদের ধাক্কা দেয়।
মস্কোর মেয়র সার্জেই সবিয়ানিন জানিয়েছেন, বাস দুর্ঘটনার বিষয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে ২০১৪ সালের জুলাই মাসে একই স্টেশনের কাছে ট্রেনলাইন চ্যুত হয়ে ২১ জন মানুষ নিহত হন।