শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ৮ই অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
মহাখালীর সাততলা বস্তিতে আগুন
প্রকাশ: ০৯:০০ am ১২-১২-২০১৬ হালনাগাদ: ০৯:৪৩ am ১২-১২-২০১৬
 
 
 


ঢাকার মহাখালীর সাততলা বস্তিতে মধ্যরাতের আগুনে পুড়ে গেছে শতাধিক ঘর।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মাহমুদুল হক জানান, রোববার রাত সাড়ে ১২টার দিকে ওই বস্তিতে আগুন লাগার খবর পান তারা।

“আমাদের ১৭টি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত সোয়া ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।”

মহাখালী এলাকার একজন বাসিন্দা জানান, সোমবার প্রথম প্রহরে মহাখালীর জনস্বাস্থ‌্য ইনস্টিউটের পেছনে আগুনের শিখা ও ধোঁয়া উড়তে দেখেন তারা। ফায়ার সার্ভিস কাজ শুরু করার পর আগুন স্তিমিত হয়ে আসে।

রাতের ওই সময়ে আগুন যখন লাগে তখন বস্তির অধিকাংশ বাসিন্দাই ঘুমিয়ে পড়েছিলেন। তবে হতাহতের কোনো খবর তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।   

বস্তির বাসিন্দারা বৈদ‌্যুতিক গোলযোগ বা রান্নার চুলা থেকে আগুন লাগার সন্দেহের কথা বললেও অগ্নিনির্বিাপক বাহিনী অগ্নিকাণ্ডের কারণ নিশ্চিত করতে পারেনি। ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ কত, তাও তাৎক্ষণিকভাবে নিরূপন করতে পারেননি তারা। 

মহাখালীতে স্বাস্থ্য বিভাগের জমি অবৈধভাবে দখল করে গড়ে তোলা ওই বস্তিতে প্রায় সাতশ ঘরে কয়েক হাজার মানুষের বসবাস। আগুনে সহায়-সম্বল হারিয়ে তাদের অনেকেই অনিশ্চয়তার মধ‌্যে পড়েছেন।

এর আগে গত ৪ ডিসেম্বর সাততলা বস্তির দুই কিলোমিটারের মধ‌্যে থাকা মহাখালীর কড়াইল বস্তিতে আগুন লাগে। সেই অগ্নিকাণ্ডে কয়েকশ ঘর পুড়ে যায়।

 
 

আরও খবর

Daraz
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT