জনপ্রিয় ব্যান্ডদল 'মাইলস' এর সংগীত পরিচালক ও কিবোর্ডিস্ট মানাম আহমেদের বড় ছেলে জাহিন আহমেদের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেল ৪টার দিকে জাহিনকে অসুস্থ অবস্থায় হাসপাতালে নেয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। জাহিন আত্মহত্যা করেছে বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে। তবে চিকিৎসকরা জানিয়েছেন, জাহিনের আগেই মৃত্যু হয়েছে। এদিকে, পুলিশ জানিয়েছে, 'বিষয়টি হত্যা নাকি আত্মহত্যা তা নিশ্চিত হতে লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হবে।'