মাদারীপুরে একটি লোকাল বাসের ধাক্কায় ইজিবাইকের দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৪ যাত্রী।
আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে জেলা জজকোর্টের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মো. ফরহাদ হোসেন (৪০) ও সরুফা (৪৫)। আর আহতরা হলেন যাত্রী জামাল মাতুব্বর, রহিমা, লুৎফর রহমান, আব্দুল হামিদ খান। এদের মধ্যে আব্দুল হামিদ খান গুরুতর আহত হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ, হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে জেলা শহর থেকে একটি ইজিবাইক যাত্রী নিয়ে রাজৈর উপজেলার ইশিবপুর এলাকায় যাচ্ছিল। ইজিবাইকটি শহরের জজকোর্ট এর সামনে এলে যাত্রীশূন্য একটি লোকাল বাস ইজিবাইকটিকে সজোরে ধাক্কা দেয়। এ সময় ইজিবাইকটি ছিটকে গিয়ে অপর একটি ইজিবাইকের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই ফরহাদের মৃত্যু হয় এবং দুই ইজিবাইকের মোট ৫ যাত্রী আহত হন। পরে মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা সরুফার মৃত্যু হয়।
মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসক ডা. শশাঙ্ক চন্দ্র ঘোষ ওই নারীর মৃত্যু তথ্য নিশ্চিত করেছেন।
মাদারীপুর সদর থানার ওসি কামরুল হাসান জানান, সড়ক দুর্ঘটনায় খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।