জাপান উপকূলে মার্কিন নৌবাহিনীর একটি রণতরী ইউএসএস ফিটজেরাল্ডের সঙ্গে কার্গো জাহাজের সংঘর্ষের ঘটনায় নিখোঁজ সাত নাবিকের লাশ মিলেছে। মার্কিন নৌবাহিনী এবং জাপানের সংবাদমাধ্যম এ খবর নিশ্চিত করেছে। বিধ্বস্ত মার্কিন রণতরীতেই লাশগুলো মিলেছে। শনিবার (১৭ জুন) ভোরে জাপানের ইয়োকোসুকা বন্দরের ৫৬ মাইল দক্ষিণ-পশ্চিমে মার্কিন নৌবাহিনীর রণতরীর সঙ্গে ফিলিপাইনের পতাকাবাহী কার্গো জাহাজের সংঘর্ষ হয়। এরপর থেকে নিখোঁজ নাবিকদের উদ্ধারে অভিযান শুরু হয়। এ ঘটনায় সপ্তম নৌবহরের ক্ষেপণাস্ত্রবিধ্বংসী জাহাজটির কমান্ডিং অফিসার ব্রাইস বেনসন এবং দুই নাবিকও আহত হয়েছেন বলে জানিয়েছে মার্কিন নৌবাহিনী। আহতদের জাপানের ইয়োকোসুকায় অবস্থিত ইউএস নেভাল হাসপাতালে নেওয়া হয়েছে। তবে এ ঘটনায় কার্গো জাহাজটির ২০ জন নাবিকের কেউই আহত হননি। মার্কিন নৌবাহিনী বলেছে, উদ্ধারকর্মীরা রোববার (১৮ জুন) জাহাজের ক্ষতিগ্রস্ত অংশে ঢোকার পর সাত নাবিকের লাশের সন্ধান পান। তাদের পরিচয় শনাক্ত করার জন্য জাপানের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হবে। সংঘর্ষে নৌবাহিনীর রণতরীটির স্টারবোর্ডের অংশ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় এবং এটি কোনোরকমে ইয়োকোসুকা ঘাঁটি পৌছাতে সক্ষম হয়। মেরিন ট্রাফিক রেকর্ড অনুযায়ী ২২২ মিটার দৈর্ঘ্যের 'এসিএক্স ক্রিস্টাল' নামের ফিলিপাইনের কার্গো জাহাজটি সংঘর্ষের ২৫ মিনিট আগে হঠাৎ করেই ইউ-টার্ন নেয়। তবে কেন এটি দিক পরিবর্তন করেছিলো তা এখনও পরিস্কার নয়। তবে ইউএসএস ফিটজেরাল্ডের এ ধরনের কোরো ইতিহাস নেই। জাপানের কোস্টগার্ড জানিয়েছে, এসিএক্স ক্রিস্টাল ৩০,০০০ টন পণ্য বহন করছিলো এবং এটি ইউএসএস ফিটজেরাল্ডের চাইতে তিনগুন বড়। সংঘর্ষে কার্গো জাহাজটিতে তেমন কোনো ক্ষতি হয়নি।