শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ৮ই অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
মালির একটি জনপ্রিয় পর্যটনকেন্দ্রে ব্ন্দুকধারীর হামলা,নিহত-২
প্রকাশ: ০৪:০৩ pm ১৯-০৬-২০১৭ হালনাগাদ: ০৪:০৪ pm ১৯-০৬-২০১৭
 
 
 


মালির একটি জনপ্রিয় পর্যটনকেন্দ্রে ব্ন্দুকধারীর হামলায় কমপক্ষে ২ জন নিহত হয়েছে। দেশটির নিরাপত্তামন্ত্রী এ খবর নিশ্চিত করেছেন। নিরাপত্তামন্ত্রী সালিফ ত্রাওরে বার্তা সংস্থা এএফপিকে বলেন, "এটি একটি জঙ্গি হামলা। হামলার পর মালির বিশেষ বাহিনী তৎপরতা চালিয়েছে এবং বন্দীরা ছাড়া পেয়েছেন। তবে দুর্ভাগ্যবশত এই হামলায় দুজন নিহত হয়েছেন।" মালির রাজধানী বামাকো থেকে পূর্ব দিকে অবস্থিত 'লা কামপেমেন্ট কাঙ্গাবা' নামের বিলাসবহুল রিসোর্টে রোববার (১৮ জুন) এ হামলা চালানো হয়। মন্ত্রী ত্রাওরে আরো জানিয়েছেন, নিরাপত্তা বাহিনীর গুলিতে ৪ জন হামলাকারীকে নিহত হয়েছে। তিনি বলেন, "আমরা দুই হামলাকারীর মৃতদেহ উদ্ধার করেছি। অপর দুই জনের মৃতদেহ খোঁজ করছি।" হামলকারীদের একজন একটি মেশিনগান এবং বিস্ফোরক ভর্তি বোতল ফেলে গেছে। হামলায় একজন বেসামরিক নাগরিকসহ দুইজন আহত হয়েছে। নিরাপত্তা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বার্তাসংস্থা রয়টার্সকে বলেছে, রিসোর্ট থেকে ৩২ জন পর্যটককে উদ্ধার করা হয়েছে। জাতিসংঘের সেনা এবং ফরাসি সন্ত্রাস দমন বাহিনীর সঙ্গে মালির বিশেষ বাহিনী একত্রে অভিযান চালিয়েছে।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT