বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪ ২০শে অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
মিশা সওদাগর মৌসুমীকে ‘বয়স্ক’ বলায় মুখ খুলেছেন ওমর সানী
প্রকাশ: ০৮:৩০ am ১০-০৭-২০১৭ হালনাগাদ: ১২:৫০ pm ১০-০৭-২০১৭
 
 
 


গত শনিবার শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য ফেরদৌসের শপথ গ্রহণ করানোর আগে সমিতির সভাপতি মিশা সওদাগর অভিনেত্রী মৌসুমীকে ‘বয়স্ক’ বলে সম্বোধন করেন। এর প্রতিবাদে রোববার বিকালে মুখ খুলেছেন মৌসুমীর স্বামী ও চিত্রনায়ক ওমর সানী।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের লাইভে এসে তিনি বলেন, ‘অনেক কিছু দেখছি, অনেক কিছু শুনছি। চলচ্চিত্রে আসার বয়স প্রায় ২৮-২৯ হয়ে গেল। (দাঁড়িতে হাত বুলিয়ে) নিজেকে বয়স্ক মনে হচ্ছে? না না, শিল্পীদের কোনো বয়স নাই। আমি এখনও মনে করি পৃথিবীতে সবচেয়ে হ্যান্ডসাম পুরুষ হচ্ছেন অমিতাভ বচ্চন। আমি কি ঠিক বলছি?

আমি কিন্তু খুব সাধারণ মধ্যবিত্ত পরিবারের ছেলে। আপনাদের ভালোবাসায় আমি আজকের ওমর সানী। আপনারাই আমাকে এক সময় নম্বর ওয়ান হিরো বানিয়েছিলেন। গতকাল একটি জায়গায় মিশা সওদাগর মৌসুমীকে বয়স্ক বলেছে। ও (মিশা) সবসময় বলে যে, ও ইউনিভার্সিটি থেকে পড়াশুনা করে তারপর আর্টিস্ট হয়েছে। মিশা তুমি কোন জায়গা থেকে এসেছো, তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড- সবই আমি জানি।

তো মিশা তুমি মৌসুমীকে বয়স্ক বলেছো, এটাকে শিক্ষা বলে? তুমি কোন ক্লাসে পড়েছো? মৌসুমী যদি বয়স্ক হয়, তাহলে রোজিনা, অঞ্জনা ও চম্পা আপার অবস্থান কোথায়? ববিতা বা শাবানা আপার কথা নাই বা বললাম। এই তোমার মানসিকতা?’

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT