মঙ্গলবার, ২৮ জানুয়ারি ২০২৫ ১৫ই মাঘ ১৪৩১
Smoking
 
মিস ইন্টারন্যাশনাল নির্বাচিত হলেন কেভিন লিলিয়ানা
প্রকাশ: ০৯:৪২ am ১৫-১১-২০১৭ হালনাগাদ: ০৯:৪৪ am ১৫-১১-২০১৭
 
 
 


২০১৭ সালের মিস ইন্টারন্যাশনাল নির্বাচিত হয়েছেন ইন্দোনেশিয়ার সুন্দরী কেভিন লিলিয়ানা। ৬৮ জন প্রতিযোগীকে হারিয়ে তিনি চূড়ান্তপর্বের লড়াইয়ে অবতীর্ণ হন। মঙ্গলবার (১৪ নভেম্বর) টোকিওতে প্রতিযোগিতার চূড়ান্তে পর্বে  তার মাথায় মুকুট পরিয়ে দেন ২০১৬ সালের মিস ইন্টারন্যাশনাল ফিলিপাইনের কাইলি ভারসোজা। জাকার্তা পোস্টের খবর, ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা দ্বীপের ২১ বছরের এই সুন্দরী একই সঙ্গে এবারের আসরের মিস বেস্ট ড্রেসারের পুরস্কারও জিতে নিয়েছেন। এবারের আসরে প্রথম রানার-আপ হয়েছেন কারাকাওয়ের চ্যানেলি মারিয়া, দ্বিতীয় ভেনেজুয়েলা ডায়ানা গারশিয়া, তৃতীয় অস্ট্রেলিয়ার অ্যাম্বার দেউ এবং চতুর্থ রানার-আপ হয়েছেন মিস জাপান নাতসুকি সুতসুই।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT