মিয়ানমারের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন উইন মিনত। ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালন করতে থাকা মিনত দেশের সরকারপ্রধান বা স্টেট কাউন্সেলর অং সান সু চি’র ঘনিষ্ঠ মিত্র বলে পরিচিত।
বুধবার (২৮ মার্চ) মিয়ানমারের পার্লামেন্টের সদস্যরা তাকে এ পদে নির্বাচিত করেন। সপ্তাহখানেক আগে বিদায়ী প্রেসিডেন্ট উ থিন কিয়াও ‘স্বাস্থ্যগত কারণ’ দেখিয়ে পদত্যাগের ঘোষণা দেন।
স্থানীয় সংবাদমাধ্যম জানায়, প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী হিসেবে দৌঁড়ে ছিলেন মিনত এবং তার সঙ্গে আরও দুই ভাইস প্রেসিডেন্ট। নির্বাচনে ৬৬৪ ভোটের (সংসদের দুই কক্ষের সদস্য) মধ্যে পড়ে ৪০৩টি পেয়ে জিতে যান মিনত। আগের প্রেসিডেন্ট কিয়াও ২০১৬ সালের নির্বাচনে পেয়েছিলেন ৩৬০ ভোট।