মিয়ানমারের রাজধানী নেইপিদোসহ দেশটির কয়েকটি বড় শহরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দেয়া হয়েছে। সন্ত্রাসীরা বোমা হামলা চালাতে পারে এমন খবরে এ নির্দেশ দেয়া হয়েছে। গত সপ্তাহে বেশকিছু নিরাপত্তা চৌকিতে রোহিঙ্গা বিদ্রোহীদের হামলার পর বৃহস্পতিবার এ সতর্কতা জারি করা হয়েছে।
মিয়ানমার নেতা আউং সান সুচির কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়, সরকার এরই মধ্যে সব রাজ্য, আঞ্চলিক সরকার এবং সারাদেশে নিরাপত্তা সতর্কতা ও নির্দেশনা জারি করেছে। এ বিষয়ে সতর্ক থাকা খুবই গুরুত্বপূর্ণ যে জাতিগতভাবে লোকজনকে উসকে দেয়ার জন্য হামলা চালানো হতে পারে। এছাড়া ধর্মীয়ভাবে উত্তেজনা ছড়ানো, এমনকি লোকজনকে বিভ্রান্ত করারও পাঁয়তারা হতে পারে।
বিশেষ করে লোকারণ্যে জঙ্গি হামলার আশঙ্কায় জনগণকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। কোনো এলাকায় সন্দেহজনক কাউকে দেখলে বা সে রকম কোনো কার্যক্রম চোখে পড়লে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোরও নির্দেশ দেয়া হয়েছে বিবৃতিতে।