মেক্সিকোতে জন্মদিনের এক পার্টিতে হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১১ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ জুলাই) মধ্যরাতে মধ্য হিদালগাও প্রদেশের তিজায়ুকা শহরে মুখোশধারী সন্ত্রাসীরা এ হামলা চালায়। পুলিশ জানায়, তারা ৪ শিশুকে জীবিত অবস্থায় উদ্ধার করেছে। কিন্তু অনুষ্ঠানে আসা ১১ জন প্রাপ্তবয়স্ককে গুলি করে হত্যা করা হয়েছে। গত মে মাসে ২১৮৬টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় সাম্প্রতিক এক প্রবণতা লক্ষ্য করা গেছে, শিশুদেরসহ পরিবারের সকল সদস্যকে হত্যা করা। জানা গেছে, শহরের একটি আবাসিক এলাকায় বাসার বাইরে তাঁবু টাঙ্গিয়ে এ জন্মদিন অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছিল। এতে বিস্ফোরণ ঘটায় মুখোশধারী সন্ত্রাসীরা। নিহত ১১জনের মধ্যে ৪জন নারীও আছেন। প্রসঙ্গত, মেক্সিকোতে সম্প্রতি মাদক চোরাচালান ও সরবরাহকারী মাফিয়া দলগুলোর মধ্যে সহিংসতা বৃদ্ধি পেয়েছে। সূত্র: বিবিসি ও আলজাজিরা