ময়মনসিংহের বিভিন্ন স্থানে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে ৬৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল সোমবার ভোর থেকে আজ মঙ্গলবার ভোর পর্যন্ত সময়ে ওই ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়।
পুলিশের ভাষ্য, গ্রেপ্তারকৃতদের মধ্যে মাদকসহ বিভিন্ন মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ও নিয়মিত মামলার আসামি রয়েছে।
ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার নুর-ই-আলম বিষয়টি জানিয়েছেন।
পুলিশ সূত্রে জানা যায়, ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা এলাকা থেকে ১৫, মুক্তাগাছায় ছয়, ফুলবাড়ীয়ায় এক, ত্রিশালে ছয়, ভালুকায় ছয়, গফরগাঁওয়ে এক, গৌরীপুরে তিন, ঈশ্বরগঞ্জে সাত, নান্দাইলে ছয়, ফুলপুরে চার, হালুয়াঘাটে পাঁচ, ধোবাউড়ায় তিন, তারাকান্দায় এক, পাগলা থেকে দুজনসহ মোট ৬৬ জনকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে গত তিন দিনে গ্রেপ্তার করা হয়েছে ৩৬১ জনকে।
এই বিশেষ অভিযানের কারণ জানতে চাইলে নূর-ই-আলম বলেন, বিশেষ অভিযানে বাহিনীর সদস্যদের মধ্যে কর্মচাঞ্চল্য বাড়ে, অপরাধী গ্রেপ্তার বৃদ্ধি পায় এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়।
গত ৬ অক্টোবর রাত ১২টা থেকে শুরু হওয়া এই অভিযান চলবে ১৩ অক্টোবর পর্যন্ত।