শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫ ৫ই মাঘ ১৪৩১
Smoking
 
ময়মনসিংহে মাদক বিক্রেতা ‘বন্দুকযুদ্ধে’ নিহত
প্রকাশ: ১২:০০ pm ০৪-০৪-২০১৮ হালনাগাদ: ০২:১২ pm ০৪-০৪-২০১৮
 
 
 


ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় মাদক বিক্রেতা ও পুলিশকে ছুরিকাঘাত মামলার এক আসামির কথিত বন্দুকযুদ্ধে মৃত্যু হয়েছে।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি আশিকুর রহমান জানান, মঙ্গলবার রাত ৩টার দিকে সদর উপজেলার শম্ভুগঞ্জ এলাকায় শাইখ সিরাজ সড়কে বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে।

নিহত উজ্জ্বল মিয়া (২৮) উপজেলার পুরান জেলখানা মোড় এলাকার জমশেদ আলী মিয়ার ছেলে।

গত ২৭ মার্চ গৌরীপুর উপজেলার পুরান জেলখানা এলাকায় উজ্জ্বল এসআই আসাদুজ্জামানকে ছুরিকাঘাত করেন বলে পুলিশ জানিয়েছে।

ওসি আশিকুর রহমান বলেন,  গোয়েন্দা পুলিশের একটি দল গোপনে খবর পেয়ে শাইখ সিরাজ সড়কে উজ্জ্বলকে ধরতে অভিযান চালায়।

“পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক বিক্রেতা উজ্জ্বল ও তার লোকজন পুলিশকে লক্ষ করে গুলি ছোড়ে। পুলিশ পাল্টা গুলি করলে উজ্জ্বল ঘটনাস্থলেই মারা যান। অন্যরা সবাই পালিয়ে গেছে।”

নিহত উজ্জ্বল এসআই আসাদুজ্জামানকে ছুরিকাঘাত মামলার আসামি বলে তিনি জানান।

লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT