ময়মনসিংহের ত্রিশালে কুয়াশার মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের মধ্যে উঠে যাওয়া একটি বাসে আরও পাঁচটি বাসের ধাক্কা লেগেছে। এতে বাসগুলোর অন্তত ৪০ জন আহত হয়েছেন।
ত্রিশাল ফায়ার সার্ভিসের ইনচার্জ জয়নাল আবেদিন জানান, সোমবার সকাল ৯টার দিকে ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের বগার বাজার চৌরাস্তা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের বেশিরভাগই পোশাক শ্রমিক।
ফায়ার সার্ভিস কর্মকর্তা জয়নাল বলেন, সকালে ঘন কুয়াশায় একটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের মধ্যে উঠে যায়। এ সময় পেছনে থাকা বাসগুলো একেএকে ধাক্কা খায়। এতে বাসগুলোর ৪০ যাত্রী আহত হন এবং একটি বাস পাশের খাদে পড়ে যায়।দুর্ঘটনার পর ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ঢাকামুখী অংশে আধাঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পরে বাসগুলো উদ্ধারের পর যান চলাচল স্বাভাবিক হয় বলে জানান তিনি।