রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ১০ই অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
যশোরে চীনা নাগরিক ‘খুন’, গ্রেপ্তার ২
প্রকাশ: ১২:৩৪ pm ১৫-১২-২০১৬ হালনাগাদ: ১২:৩৯ pm ১৫-১২-২০১৬
 
 
 


যশোরের উপশহর এলাকায় এক চীনা নাগরিককে ‘পিটিয়ে ও শ্বাসরোধে’ হত‌্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় ওই বিদেশির ব‌্যবসার কেয়ারটেকারসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

যশোরের পুলিশ সুপার আনিসুর রহমান জানান, চেং হি সং নামের ৪৫ বছর বয়সী ওই চীনা নাগরিক বছর পাঁচেক ধরে বাংলাদেশে বসবাস করে আসছিলেন। চীন থেকে ইজিবাইকের যন্ত্রাংশ আমদানি করে যশোরে ব‌্যবসা করতে তিনি।

উপশহর এলাকার ২ নম্বর সেক্টরে এক বাড়ির নিচতলায় চেং হি সংয়ের আমদানি করা যন্ত্রাংশের গুদাম থেকেই বৃহস্পতিবার সকালে তার লাশ উদ্ধার করা হয় বলে পুলিশ সুপার জানান।

পুলিশ বলছে, গ্রেপ্তারদের মধ‌্যে একজন ওই চীনা নাগরিকের ব‌্যবসার কেয়ারটেকার ও দোভাষী নাজমুল হাসান (২২)।  অন‌্যজন তার ভাইপো মুক্তাদির রহমান রাজু। তাদের দুজনেরই বাড়ি নেত্রোকোণা জেলায়।

যশোর পুলিশের বিশেষ শাখার পরিদর্শক রফিকুল ইসলাম বলেন, “পিটিয়ে ও শ্বাসরোধ করে ওই চীনা ব‌্যবসায়ীকে হত‌্যা করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুজন বলেছে, ব‌্যবসার টাকা-পয়সা লুট করার জন‌্য গতকাল (বুধবার) বেলা ১১টার দিকে তারা এ ঘটনা ঘটায়।”

 
 

আরও খবর

Daraz
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT