যশোরের কেশবপুর উপজেলায় সন্ত্রাসী দু’পক্ষের ‘বন্দুকযুদ্ধে’ অভয়নগরের সাজ্জাদ বাহিনীর প্রধান সাজ্জাদ হোসেন ফারাজী (৩৫) নিহত হয়েছে। গতকাল সকালে যশোরের কেশবপুরের মঙ্গলকোট এলাকা থেকে পুলিশ অজ্ঞাত এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে। পরে সাজ্জাদ বাহিনীর প্রধান সাজ্জাদ হোসেন হিসেবে তার পরিচয় নিশ্চিত করে পুলিশ। নিহত সাজ্জাদ অভয়নগর উপজেলার শংকরপাশা গ্রামের জাফর ফারাজীর ছেলে। সে পুলিশের তালিকায় ‘মোস্ট ওয়ান্টেড’ আসামি ছিল। নিহত সাজ্জাদের মামাত ভাই জয়নাল আবেদীন দুপুরে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে তার মরদেহ শনাক্ত করেন। তিনি জানান, মঙ্গলবার থেকে সাজ্জাদ নিখোঁজ ছিল। গতকাল দুপুরে হাসপাতালের মর্গে গিয়ে মরদেহ দেখে তাকে শনাক্ত করি। তার মাথায় গুলি লেগেছে বলে পুলিশ জানিয়েছে। কেশবপুর থানার ওসি আনোয়ার হোসেন জানান, ভোর ৪টার দিকে কেশবপুর উপজেলার মঙ্গলকোট-কেদারপুর এলাকার সেতুর পাশে দু’দল সন্ত্রাসীর মধ্যে বন্দুকযুদ্ধ হয়। খবর পেয়ে সকাল ৭টার দিকে তারা ঘটনাস্থলে পৌঁছান। এর আগেই সন্ত্রাসীরা পালিয়ে যায়। ঘটনাস্থলে গুলিবিদ্ধ হয়ে অজ্ঞাত এক যুবকের মরদেহ পড়েছিল। ময়নাতদন্তের জন্য লাশ যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়। অভয়নগর থানা সূত্রে জানা গেছে, সাজ্জাদ একজন দুর্ধর্ষ সন্ত্রাসী। তার নামে গড়ে তোলা সাজ্জাদ বাহিনীর প্রধান ছিল সে। তার বিরুদ্ধে অভয়নগর থানায় হত্যা, অস্ত্র, বিস্ফোরক, মাদক ও ডাকাতির ছয়টি মামলা রয়েছে। অভয়নগর থানার ওসি মো. আনিসুর রহমান জানান, পুলিশের তালিকায় সাজ্জাদ মোস্ট ওয়ান্টেড আসামি।