রংপুরের কাউনিয়ায় যাত্রীবাহী বাসের চাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৪ জুন) সকাল ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন, রংপুরের গঙ্গাচড়া উপজেলার চরমর্নেয়া গ্রামের কালাম (১৬) সাক্কু (১৮)ও সোলায়মান আলী (৬৫)।
পুলিশ ও নিহতদের পারিবারিক সূত্রে জানা যায়, নিহত আবুল কালাম, সাক্কু ও সোলায়মান আলী গঙ্গাচড়া থেকে মোটরসাইকেলে চড়ে ঢাকাগামী ট্রেন ধরার জন্য কাউনিয়া যাচ্ছিলো।কাউনিয়া রেলগেটের কাছে আসলে বিপরীত দিক থেকে আসা মায়মনা পরিবহন নামে যাত্রীবাহী একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিন জন নিহত হয়।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
ওসি জানান, ঘাতক বাসটি আটক করা হলেও ড্রাইভার ও হেলপার পালিয়ে গেছে।এ ঘটনায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।