রমজানে পুঁজিবাজারের কার্যক্রমের সময় পরির্বতন করেছে উভয় স্টক এক্সচেঞ্জ। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। পুঁজিবাজারে লেনদেন সাড়ে ১০টায় দৈনিক লেনদেন শুরু হয়ে চলবে দুপুর ২ টা পর্যন্ত । অর্থাৎ স্বাভাবিক সময়ের তুলনায় লেনদেন ৩০ মিনিট কমবে। এক্সচেঞ্জের দাফতরিক কার্যক্রম সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে। ক্লোজ প্রাইস প্রকাশ করা হবে ২টা থেকে ২.০৫টা পর্যন্ত। ক্লোজিং প্রাইস ট্রেড হবে ২.১০টা পর্যন্ত। বিকেল তিনটা পর্যন্ত পোস্ট ক্লোজ চলবে। দুপুর আড়াই টা পর্যন্ত চেকগ্রহণ ও প্রদানের সময় নির্ধারিত হয়েছে।