শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ৮ই অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
রসায়নেও নোবেল পেলেন তিন মার্কিন বিজ্ঞানী
প্রকাশ: ০৫:৪০ pm ০৪-১০-২০১৭ হালনাগাদ: ০৫:৪৫ pm ০৪-১০-২০১৭
 
 
 


রসায়নেও এবার নোবেল পেয়েছেন তিন মার্কিন বিজ্ঞানী । বিজয়ীরা হলেন রিচার্ড হেন্ডারসন, জোয়াকিম ফ্র্যাংক ও জ্যাক ডাবোশেট। এর আগে চিকিৎসা শাস্ত্রে তিনজন ও পদার্থবিদ্যায় তিনজন নোবেল বিজয়ীর  নাম ঘোষণা করা হয়। তারাও মার্কিন নাগরিক। বুধবার (০৪ অক্টোবর) স্থানীয় সময় দুপুর পৌনে ১২টার দিকে সুইডেনের স্টকহোমে দ্য রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস এ ঘোষণা দিয়েছে। বিজয়ী তিন বিজ্ঞানী ৯০ লাখ সুইডিস ক্রোনার মূল্যমানের পুরস্কারটি ভাগাভাগি করে নেবেন। বাংলাদেশি মুদ্রার এই পুরস্কারের মূল্য দাঁড়ায় ৯০ কোটি টাকা। এর আগে, মহাকর্ষীয় তরঙ্গ শনাক্তকরণের জন্য এ বছর পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পেয়েছেন যুক্তরাষ্ট্রের তিন বিজ্ঞানী রেইনার ওয়েস, ব্যারি সি ব্যারিশ, কিপ এস থ্রোন। এবং কোষ কীভাবে সময়ের হিসাব করে সেই পদ্ধতি আবিষ্কারের জন্য চিকিৎসায় নোবেল পুরস্কার পেয়েছেন আরও তিন আমেরিকান জেফ্রি হল, মাইকেল রসবাশ ও মাইকেল ইয়ং।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT