শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫ ৫ই মাঘ ১৪৩১
Smoking
 
রাজধানীতে ট্রাকের ধাক্কায় এক পরিচ্ছন্নকর্মী নিহত
প্রকাশ: ১২:১৮ pm ০২-১১-২০১৭ হালনাগাদ: ১২:২০ pm ০২-১১-২০১৭
 
 
 


রাজধানীর খিলগাঁওয়ে ট্রাকের ধাক্কায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) এক পরিচ্ছন্নকর্মী নিহত হয়েছেন।

গতকাল বুধবার দিবাগত রাত ৩টার দিকে খিলগাঁও ফ্লাইওভার ব্রিজের বাসাবো এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত পরিচ্ছন্নকর্মীর নাম আবু তাহের (৫০)। তিনি মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া গ্রামের বাসিন্দা।

নিহতের বড় ভাই মনসুর আলী জানান, তাহের যাত্রাবাড়ীর ধলপুরে থাকতেন। তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) পরিচ্ছন্নকর্মী হিসেবে কাজ করতেন। বুধবার রাতে তিনি তুরাগ পরিবহনের একটি গাড়িতে করে খিলগাঁও বাজার এলাকায় পরিচ্ছন্নতার কাজে যান।

বাস থেকে তাহের খিলগাঁও ফ্লাইওভার ব্রিজের বাসাবো ঢালে নামেন। এর পর রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাক তাহেরকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাহেরকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে রাজধানীর সবুজবাগ থানার উপপরিদর্শক (এসআই) অসিম কুমার পাল বলেন, ‘ঘটনার পরপরই আমরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই। সেখানে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।’

এসআই আরো জানান, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে।

 
 

আরও খবর

Daraz
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT