সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৫ ১২ই ফাল্গুন ১৪৩১
Smoking
 
রাজধানীর বংশালে কারখানায় আগুন, দগ্ধ ৩
প্রকাশ: ০৩:৩০ pm ২৭-০৯-২০১৭ হালনাগাদ: ০৫:৫৮ pm ২৭-০৯-২০১৭
 
 
 


রাজধানীর বংশালে একটি কারখানায় অগ্নিকাণ্ডে একরাম (১৪), সঞ্জয় (১৫) ও রঞ্জিত (১৬) নামের তিন শ্রমিক দগ্ধ হয়েছেন।

বুধবার দুপুরে বংশালের মালিটোলা এলাকায় আজিজ লেদার নামে একটি কারখানায় এ দুর্ঘটনা ঘটে। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়।

দগ্ধ শ্রমিকরা ঢামেকে সংবাদিকদের জানান, দুপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে কারখানায় আগুন লাগে। এতে তারা দগ্ধ হন। পরে অন্য শ্রমিকরা আগুন নিভিয়ে ফেলেন ও তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া জানান, ওই তিন শ্রমিকের শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেছে। তাদের বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT