শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫ ৫ই মাঘ ১৪৩১
Smoking
 
রাজশাহীতে জঙ্গি আস্তানাটি আগুনে পুড়ে গেছে
প্রকাশ: ০৯:৩৪ am ২৮-১১-২০১৭ হালনাগাদ: ০৯:৪৬ am ২৮-১১-২০১৭
 
 
 


 রাজশাহীর গোদাগাড়ীর শেষ সীমান্তে চাঁপাইনবাবগঞ্জ জেলার চর আলাতুলিতে গ্রামের জঙ্গি আস্তানাটি আগুনে পুড়ে গেছে। মঙ্গলবার (২৮ নভেম্বর) ভোরে জঙ্গি আস্তানা সন্দেহে র‌্যাব-৫ বাড়িটি ঘিরে রাখে।

রাজশাহী র‌্যাব-৫-এর অধিনায়ক লে. কর্নেল মাহাবুব আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে চর আলাতলি গ্রামের একটি বাড়ি ঘেরাও করে জঙ্গিদের আত্মসমর্পণের আহ্বান জানানো হয়। এসময় জঙ্গিরা বাড়ির ভেতর থেকে র‌্যাবকে লক্ষ্য করে গ্রেনেড নিক্ষেপ ও গুলি করে। র‌্যাবও পাল্টা গুলি চালায়। এরপর বাড়িটিতে আগুন লেগে যায়।

বর্তমানে অাগুন নিভে গেছে। ঢাকা থেকে সোয়াট বাহিনী ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে। তারা এলে বাড়ির ভেতরে অভিযান চালানো হবে। বর্তমানে র‌্যাব সদস্যরা বাড়িটি ঘিরে রেখেছে।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT