রাজশাহীতে যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যার দায়ে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তার ২৫ হাজার টাকা জরিমানাও করা হয়।
দণ্ডিত রফিকুল ইসলামের বাড়ি রাজশাহীর পুঠিয়া উপজেলার জমনি গ্রামে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।
এছাড়া অপরাধ প্রমাণ না হওয়ায় এ মামলার অপর আসামি রফিকুলের মা বিরতুন নেছা ও ভাই মফিজ উদ্দিনকে খালাস দেওয়া হয়েছে।
মামলার বিবরণে বলা হয়, যৌতুকের দাবিতে ২০০৭ সালের ১৬ জুন সকালে স্ত্রী রিনা খাতুনকে ধারলো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেন রফিকুল।
এ ঘটনায় রিনার ভাই ইয়াছিন মোল্লা তিনজনকে আসামি করে পুঠিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন।
তদন্ত শেষে ওই বছর পুলিশ তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে।