রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আলোচনার মধ্যেই সংসদে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে দেড় ঘণ্টার এ বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়টি আসেনি বলে জানিয়েছেন স্পিকার।
গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে সংসদ অধিবেশন চলার মধ্যেই স্পিকারের দপ্তরে যান সরকার প্রধান শেখ হাসিনা। এরপর দিনের অধিবেশন শেষে ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়াও স্পিকারের কক্ষে ঢোকেন। বৈঠক শেষে সাড়ে ১০টার সময় বেরিয়ে আসেন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে সংবাদমাধ্যমে ব্রিফিং প্রদান করেন স্পিকার।
তিনি জানান, 'সংসদের আগামী বাজেট, উন্নয়ন কর্মকাণ্ড, সংসদ টেলিভিশনের কার্যক্রম নিয়ে আলোচনা হয়েছে। রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না- জানতে চাইলে শিরীন শারমিন বলেন, 'এ নিয়ে কোনো এখনও কোনো আলোচনা হয়নি। তবে বুধবার প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা তার সঙ্গে দেখা করতে আসছেন। তখন বিষয়টা বুঝতে পারব।' প্রসঙ্গত, বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের মেয়াদ শেষ হয়ে আসায় ২৪ জানুয়ারি শুরু হচ্ছে এই নির্বাচনের ক্ষণ গণনা। এরই মধ্যে রাষ্ট্রপতি নির্বাচনে ১৯ ফেব্রুয়ারি ভোটগ্রহণ হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।