শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫ ৫ই মাঘ ১৪৩১
Smoking
 
রাস্তায় হাঁটলেন রাষ্ট্রপতি
প্রকাশ: ১০:৫১ am ০৯-১০-২০১৭ হালনাগাদ: ১০:৫৪ am ০৯-১০-২০১৭
 
 
 


যানজটেই ফাঁসলেন রাষ্ট্রপতি। তবে তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি আব্দুল হামিদ নন তিনি ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি জোকো উইডোডো। যানজটের কারণে রাষ্ট্রপতি জোকোকে  গাড়ি থেকে নেমে হেঁটেই যেতে হয় গন্তব্যে।   

গেলো বৃহস্পতিবার ছিল ইন্দোনেশিয়ার সামরিক বাহিনীর ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী। সে কারণে রাজধানী জাকার্তা থেকে  সামরিক প্যারেডে যোগ দিতে সিলেগনে যাচ্ছিলেন প্রেসিডেন্ট জোকো। রাজধানী জাকার্তা থেকে প্রায় আড়াই ঘণ্টা সিলেগন যেতে ।

পথে যেতেই দু-কিলোমিটার আগেই প্রবল যানজটের কবলে পড়ে প্রেসিডেন্টের গাড়ি বহর। অপেক্ষা করে কূল না পেয়ে শেষে গাড়ি থেকে হাঁটা ধরেন তিনি। তার এই হেঁটে যাওয়ার ছবি ইন্দোনেশিয়ার সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন ভাইরাল।

সূত্র: সিএনএন

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT