ভারতের উপ-রাষ্ট্রপতি পদে ভেঙ্কাইয়া নাইডু'র নাম ঘোষণা করেছে ক্ষমতাসীন বিজেপি। সোমবার (১৭ জুলাই) সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে বিজেপি'র সংসদীয় বোর্ডের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। পরে আনুষ্ঠানিভাবেও নাইডু'র নাম ঘোষণা দেয়া হয়। এরই মধ্যে নিজেদের প্রার্থী হিসেবে গোপালকৃষ্ণ গান্ধীর নাম ঘোষণা করেছে বিরোধী দল কংগ্রেস। মঙ্গলবার (১৮ জুলাই) মনোনয়ন জমা দেবেন দুই প্রার্থী। আগামী ৫ আগস্ট অনুষ্ঠিত নির্বাচনে উপ-রাষ্ট্রপতি পদে নাইডু'র জয়ের জন্য প্রয়োজনীয় ভোট সংগ্রহ করতে পারবে। এমনটাই বলছে ক্ষমতাসীন বিজেপি। সোমবার রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে। আগামী ২০ জুলাই ঘোষণা করা হবে ফলাফল। এর পর ২৫ জুলাই শপথ গ্রহণ করবেন নতুন রাষ্ট্রপতি। বিজেপি প্রার্থী রামনাথ কোবিন্দই জয়ী হবেন বলে ধারণা করছেন বিশ্লেষকরা। রামনাথের প্রতিদ্বন্দ্বিতা করছেন কংগ্রেস প্রার্থী মীরা কুমার।