নির্বাচন কমিশনকে মেরুদণ্ড সোজা রেখে নির্বাচন পরিচালনার কথা বলেছেন সাংবাদিকরা। বুধবার (১৬ আগস্ট) নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিক নঈম নিজাম সাংবাদিকদের এ কথা জানান। তিনি এসময় বলেন, আইনে ইসিকে যে ক্ষমতা দেয়া হয়েছে তা যথেষ্ট, এখন তাদেরকে তা প্রয়োগ করতে হবে। আস্থার জায়গা তৈরির তাগিদ দেয়া হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার সভাপতিত্বে সংলাপে চার নির্বাচন কমিশনার, ইসি সচিব ও সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জাতীয় প্রেস ক্লাবের সভাপতি শফিকুর রহমান সাংবাদিকদের জানান, নির্বাচনের পর সংখ্যালঘুদের ওপর নির্যাতন বেড়ে যায়, তা বন্ধে নির্বাচন কমিশনকে তিনি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, আমি নির্বাচন কমিশনকে বলেছি তারা যেন পর্যবেক্ষকদের ওপর সতর্ক দৃষ্টি রাখেন। কারণ অনেক পর্যবেক্ষক সাম্রাজ্যবাদীদের এজেন্ডা বাস্তবায়ন করে থাকে। তিনি জানান, সরকারি গুরুত্বপূর্ণ কোনো বিষয় ছাড়া সেনা মোতায়েন করা উচিত হবে না। বুধবার সকাল ১০টায় নির্বাচন কমিশনের সভাকক্ষে সংলাপ শুরু হয়। দুই দিনব্যাপী সংলাপের প্রথম দিন বিভিন্ন পত্রিকার সম্পাদক, জ্যেষ্ঠ সাংবাদিক ও সাংবাদিক নেতা মিলিয়ে মোট ৩৭ জনকে আমন্ত্রণ জানানো হয়েছে।