রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ১০ই অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র একনেকে অনুমোদিত
প্রকাশ: ১২:০০ am ০৬-১২-২০১৬ হালনাগাদ: ০৩:৩১ pm ০৬-১২-২০১৬
 
 
 


রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র (মূল পর্যায়) প্রকল্প অনুমোদন দিয়েছে সরকার।

মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রকল্পটির অনুমোদন দেয়া হয়।

বৈঠকের একটি সূত্রে অনুমোদনের বিষয়টি জানা গেছে।

সব শেষ খবর পর্যন্ত একনেক সভা চলছে।

জানা যায়, প্রকল্পটি বাস্তবায়েনে মোট ব্যয় হয় একলাখ ১৩ হাজার ৯২ কোটি টাকা।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ (১ম পর্যায়) প্রকল্পটি রাশিয়ান ফেডারেশনের পক্ষে এটমস্ট্রয়এক্সপোর্ট এবং বাংলাদেশের পক্ষে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের মধ্যে স্বাক্ষরিত ৪টি চুক্তির আওতায় বাস্তবায়ন করা হচ্ছে।

কর্মপরিকল্পনা অনুযায়ী ১ম পর্যায়ের প্রকল্পের আওতায় নির্মাণের প্রস্তুতিমূলক কার্যক্রম বর্তমানে শেষ পর্যায়ে। এছাড়া ২০১৩ সালের ২ এপ্রিল অনুষ্ঠিত একনেক সভায় গৃহীত সিদ্ধান্তের আলোকে ‘রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন (১ম পর্যায়)’ শীর্ষক প্রকল্পটি বাস্তবায়নের লক্ষ্যে ইতোমধ্যে ২০১৫ সালের ১৫ সেপ্টেম্বর ‘নিউকিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড’ নামে একটি কোম্পানি গঠন করা হয়।

এর পর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মূল নির্মাণকাজ সম্পাদনে রাশিয়ান ফেডারেশনের এটমস্ট্রয়এক্সপোর্ট এবং বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের মধ্যে ২০১৫ সালের ২৫ ডিসেম্বর জেনারেল কন্ট্রাক্ট স্বাক্ষর করা হয় এবং এতে অর্থায়নের জন্য চলতি বছর ২০১৬ সালে ২৬ জুলাই রাশিয়ান অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) মধ্যে ১১ দশমিক ৩৮ বিলিয়ন মার্কিন ডলারের স্টেট এক্সপোর্ট ক্রেডিট চুক্তি স্বাক্ষর হয়।

এ প্রেক্ষাপটে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাভুক্ত বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের ‘রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ (মূল পর্যায়)’ শীর্ষক বিনিয়োগ প্রকল্পটি মোট একলাখ ১৩ হাজার ৯২ কোটি ৯১ হাজার টাকা (জিওবি ২২ হাজার ৫২ কোটি টাকা এবং বৈদেশিক সাহায্য ৯১ হাজার ৪০ কোটি টাকা) প্রাক্কলন ধরা হয়েছে।

 
 

আরও খবর

Daraz
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT