বনানীর রেইনট্রি হোটেলে দুই তরুণীকে ধর্ষণের মামলায় বাদীর সাক্ষ্যগ্রহণ পিছিয়ে আগামী ৬ অগাস্ট নতুন দিন ঠিক করেছে ঢাকার আদালত।
আপন জুয়েলার্সের মালিকের ছেলে সাফাত আহমেদসহ পাঁচজনের বিরুদ্ধে এই মামলার বিচার চলছে ঢাকার ২ নম্বর নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে জজ মোহাম্মদ সফিউল আজমের আদালতে।
ওই আদালতে রাষ্ট্রপক্ষের বিশেষ কৌঁসুলি আলি আকবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আজ (সোমবার) বিচারকের খাস কামরায় রূদ্ধদ্বার কক্ষে বাদীর সাক্ষ্য গ্রহণের দিন ছিল।
“সেই অনুযায়ী বাদী আদালতে উপস্থিতও হয়েছিলেন। কিন্তু আসামি পক্ষের আইনজীবী মামলার অভিযোগ গঠনের বিরুদ্ধে হাই কোর্টে যাবেন জানিয়ে সময় চাওয়ায় বিচারক (বাদীর সাক্ষ্য গ্রহণের জন্য) এই দিন ধার্য করেন।”
এই মামলার বাদী বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া এক তরুণী। গত ২৮ মার্চ তাকে এবং তার এক বন্ধুকে ওই হোটেলে জন্মদিনের অনুষ্ঠানে ডেকে নিয়ে ধর্ষণ করা হয়েছিল বলে তার অভিযোগ।
ঘটনার দুই মাস পর বনানী থানায় আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের ছেলে সাফাত, তার দুই বন্ধু এবং দুই কর্মচারীকে আসামি করে মামলা হয়।
আলোচিত এই মামলার দুই মাসের মাথায় গত ১৩ জুলাই পাঁচ আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠন হয়।