ঈদের বাকি আর মাত্র কয়েকটা দিন। এরই মধ্যে প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে বাড়ি ফিরতে শুরু করেছেন মানুষ। আজ (শুক্রবার) ঘরমুখী মানুষদের ঈদ যাত্রার তৃতীয় দিনে রাজধানীর রেলস্টেশন, বাস ও লঞ্চ টার্মিনালগুলোতে উপচে পড়া ভিড় চোখে পড়েছে। ঈদকে সামনে রেখে জীবনের ঝুঁকি নিয়ে নাড়ীর টানে বাড়িতে ছুটছে মানুষ। সময় যতই ঘনিয়ে আসছে ঘরমুখো মানুষের ভিড় বাড়ছে ট্রেন, বাস ও লঞ্চ টার্মিনালগুলোতে। নির্ধারিত ধারণসীমার বাইরেও যাতায়াত করছে মানুষ। এতে করে জনদুর্ভোগ যেমন বাড়ছে, তেমনি দুর্ঘটনারও আশঙ্কা বেড়েই চলেছে। অন্যদিকে, নির্ধারিত সূচি অনুযায়ী ট্রেন ছেড়ে যাওয়ায় হাসিমুখেই ঢাকা ছাড়ছেন রেলপথের যাত্রীরা। যারা আগে টিকিট কেটে রেখেছিলেন তারা নির্বিঘ্নে যাত্রা শুরু করছেন। আর যারা টিকিট কাটেনি তারা তাদের টিকিটের জন্য এক কাউন্টার থেকে অন্য কাউন্টারে ছুটছেন। টার্মিনালগুলোতে অপ্রীতিকর ঘটনা এড়াতে সজাগ দৃষ্টি রাখছে আইনশৃঙ্খলা বাহিনী। যাত্রীরা যেন কোনো হয়রানির শিকার না হন, এ জন্য ঢাকা মহানগর পুলিশ ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সার্বক্ষণিক নিরাপত্তা দল টহল দিয়ে বেড়াচ্ছে।