রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫ ৬ই মাঘ ১৪৩১
Smoking
 
রেশমী চুড়ি নাটকে কাজটি নিয়ে ভীষণ উচ্ছ্বসিত হিমি
প্রকাশ: ০৯:৩৫ am ০৩-০৮-২০১৭ হালনাগাদ: ০৯:৩৮ am ০৩-০৮-২০১৭
 
 
 


জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবিতা অবলম্বনে নির্মিত রেশমী চুড়ি নাটকে অভিনয় করেছেন অভিনেত্রী হিমি। এটি নির্মাণ করেছেন গোলাম হাবিব লিটু। নাট্যরূপ দিয়েছেন গীতালি হাসান। এতে তাকে দেখা যাবে আয়েশা চরিত্রে। কাজটি নিয়ে ভীষণ উচ্ছ্বসিতও  তিনি। আগামী ২৫ আগস্ট নজরুলের মৃত্যুবার্ষিকীতে চ্যানেল আইতে হিমি অভিনীত রেশমী চুড়ি প্রচার হবে। এর আগে একই পরিচালকের নজরুলের বিশেষ নাটক বেদনার প্রতিদান-এ অভিনয় করেছিলেন এই অভিনেত্রী। এদিকে হিমি নতুন দুটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করছেন। একটি ‘আরএফএল জিম অ্যান্ড জেলি’ এবং অন্যটি ‘কুমারিকা হেয়ার অয়েল’। গতকাল সিলেটে কুমারিকা হেয়ার অয়েল বিজ্ঞাপনটির কাজ শেষ করেছেন তিনি। এটি  নির্মাণ করবেন আদনান আল রাজীব। বিজ্ঞাপনটি ছাড়াও হিমি তবুও ভালোবাসি, ওয়ালিদ হাসানের জলে ভেজা রং, অন্ধকারে অন্তরালে নামে কয়েকটি ধারবাহিকের কাজ করেছেন। ঈদের কাজ প্রসঙ্গে তিনি বলেন, ‘পরীক্ষার কারণে গত দুই মাসে কোনো কাজই করতে পারিনি। এখন অবসর আছে। আর নাটকের স্ক্রিপ্টও আসতে শুরু করেছে। আশা করছি ঈদের বেশ কয়েকটি নাটকে আমাকে দেখা যাবে।’   প্রসঙ্গত, হিমি অভিনীত প্রথম নাটক অরুণ চৌধুরী পরিচালিত মোহর আলী। প্রথম বিজ্ঞাপন ধ্রুব হাসানের নির্দেশনায় ‘সেন্টার ফ্রেশ’। মিডিয়ায় হিমির অভিষেক হয় ‘রঙ আরটিভি টোয়েন্টি টোয়েন্টি কালারস মডেল সার্চ ২০১৪’-এর মাধ্যমে। এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন এই মডেল অভিনেত্রী।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT