তাসনুভা তিশার ক্যারিয়ার শুরু করেছিলেন মডেলিং দিয়ে। সেটা ২০১৩ সালের কথা। এর এক বছর পর নাটকের আঙিনায় পা রাখেন তিনি। প্রথমেই মুহম্মদ মোস্তফা কামাল রাজের লাল খাম বনাম নীল খাম নাটকে কাজ করেন। এরপর মডেলিংয়ের পরিচিত মুখ হয়ে ওঠেন তিনি। বর্তমানে ঈদের নাটক নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। এরই মধ্যে নাজনীন চুমকির পরিচালনায় জার্নি বাই লঞ্চ, খাইরুল পাপনের সুপারম্যানের লুঙ্গি, চয়নিকা চৌধুরীর একটি নাটকসহ ছয়টি নাটকের কাজ শেষ করেছেন তিনি। এছাড়া রিয়াজুল রিজু, মিজানুর রহমান আরিয়ান, শহিদুন্নবীর নাটকের কাজ করবেন তিনি। তিশা বলেন, ‘ঈদের অনেক নাটকের কাজই করেছি। এর মধ্যে জার্নি বাই লঞ্চ নাটকে তাসনুভা তিশা নোয়াখালীর ভাষার প্রথমবারের মতো সংলাপ আওড়িয়েছে। এছাড়া রিয়াজুল রিজুর একটি নাটকে পতিতা চরিত্রে অভিনয় করতে যাচ্ছে। আজ থেকে টাঙ্গাইলের পতিতাপল্লীতে এর শুটিং হবে। এই নাটকে প্রস্তুতি নিয়ে তিনি আরও বলেন, শুটিং করার জন্য সিনিয়র অভিনেত্রীদের পতিতা চরিত্রে অভিনয় করা নাটকগুলো দেখছি। তারা কেমন অভিনয় করেছেন তা দেখে শেখার চেষ্টা করেছি। আমি শুরু থেকেই সিনিয়র অভিনেত্রীদের অভিনয় দেখে অভিনয় শিখেছি।
ছবিঃ সংগ্রহীত