রোহিঙ্গা সংকটে জাতীয় ঐক্য না করে বিভেদ ছড়ানো হচ্ছে । এ কথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর । শনিবার (১৬ সেপ্টেম্বর) চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে ২০ দলীয় জোটের মহাসচিব পর্যায়ে এক সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের এ কথা বলেন । তিনি বলেন, জোটের শরীক কল্যাণ পার্টির মহাসচিব এমএম আমিনুর রহমানকে নিখোঁজ করার উদ্দেশ্যই হচ্ছে ২০ দলীয় জোট নেতৃবৃন্দকে ভয় দেখানো । আমিনুর রহমানসহ সকল নিখোঁজ ব্যক্তিদের ফেরত দিতে সরকারের প্রতি তিনি আহ্বান জানান ।