মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪ ১৯শে অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
রোমান্সে ভাসছেন পরী-তামীম
প্রকাশ: ০২:২৩ pm ১৬-০৯-২০১৭ হালনাগাদ: ০৩:১৬ pm ১৬-০৯-২০১৭
 
 
 


সময়ের আলোচিত নায়িকা পরীমনি ও লাভগুরু হিসেবে পরিচিত তামীমের ভালোবাসার ছাপ ফুটে উঠেছে ফেসবুকের ওয়ালে। পরীমনির ব্যক্তিগত ফেসবুক ওয়ালে শনিবার রাতে নিজেদের কিছু অন্তরঙ্গ মুহূর্তের ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘আই লাভ ইউ পুটলু’।

সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয় পরীমনি ও তামীমের ভালোবাসার গল্প। পরী-তামীমের প্রেমকাহিনী সকলের সামনে আসার পর কয়েক দিন আগে ফেসবুক পেজে নিজেদের কিছু ছবি প্রকাশ করেন পরীমনি। তবে শনিবার রাতে প্রকাশিত নিজেদের ঘনিষ্ঠ ও আবেগঘন মুহূর্তের ছবিগুলোতে আরও রোমাঞ্চকর অবস্থায় দেখা গেছে দুজনকে। ছবির সঙ্গে পরীমনির দেওয়া ক্যাপশনের জবাবে তামীম লিখেন, ‘আই লাভ ইউ পুটলু’। দুজনার ক্যাপশন একই হলেও পার্থক্য ছিল শুধু লাভ সাইনে। পরীমনি ক্যাপশনে একটি লাভ সাইন ব্যবহার করলেও তামীম ব্যবহার করেন দুটি লাভ সাইন।

নিজেদের উষ্ণ আলিঙ্গনের ওই ছবিতে সময়ের আলোচিত এই নায়িকার কপালে চুমু খেতে দেখা গেছে তামীমকে।

তবে তামীমের পরশ থেকে স্বর্গীয় সুখ খোঁজার চেষ্টা করেছেন পরীমনিও। তাই ওই ছবি প্রকাশের পর অনেকেই বলছেন, রোমান্সে ভাসছেন পরীমনি।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT