ত্রিদেশীয় সিরিজে টানা তিন ম্যাচে হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন তামিম ইকবাল। তৃতীয় ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ব্যক্তিগত রান ৬৬ হতেই প্রথম বাংলাদেশি হিসেবে ওয়ানডেতে ৬ হাজার রানের মাইলফক স্পর্শ করেছেন তিনি। আগে তার রান ছিল ৫৯৩৪। মোট রানের লড়াইয়ে তামিমের ধারে কাছে বাংলাদেশের কেউ নেই। দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক তামিমের বন্ধু সাকিবের সংগ্রহ ৫২৩৫ রান। এ ম্যাচে হাফ সেঞ্চুরি করে আউট হয়েছেন সাকিব। দশম সেঞ্চুরির অপেক্ষা বাড়লেও জিম্বাবুয়ের বিপক্ষে মঙ্গলবারের (২৩ জানুয়ারি) ম্যাচে ইতিহাসের মালিক হয়েছেন দেশসেরা এ ওপেনার। ক্রিকেট ইতিহাসে একই ভেন্যুতে এতদিন সবচেয়ে বেশি রান করার বিশ্বরেকর্ডের মালিক ছিলেন শ্রীলঙ্কান কিংবদন্তি সনাথ জয়াসুরিয়া। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ৭১ ম্যাচের ৭০ ইনিংসে ২৫১৪ রান করেছিলেন তিনি। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ৫৯ ম্যাচের ৫৯ ইনিংসে ২৪৬৪ রান করে এই তালিকার তিন নম্বরে আছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামাম-উল-হক।