রোহিঙ্গা সমস্যা সমাধানের জন্য বাংলাদেশের সাথে আলোচনার জন্য মায়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সু চির দপ্তরের মন্ত্রী কিউ টিন্ট সোয়ে'র সঙ্গে বৈঠক করছেন পররাষ্ট্র মন্ত্রী এ এইচ মাহমুদ আলী। সোমবার (০২ অক্টোবর) বেলা ১১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। আর রোহিঙ্গা মুসলিমদের নিপীড়ক মিয়ানমারের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন দেশটির স্টেট কাউন্সেলর অং সান সু চির দপ্তরের মন্ত্রী টিন্ট সোয়ে।
এর আগ সোমবার রাতে ঢাকায় এসেছেন সু চির দপ্তরের মন্ত্রী টিন্ট সোয়ে। বৈঠক শেষে পররাষ্ট্র মন্ত্রী এ এইচ মাহমুদ আলী সাংবাদিকদের জানান, রোহিঙ্গা সমস্যা সমাধানের জন্য দ্বিপাক্ষিক চুক্তির প্রস্তাব দেওয়া হয়েছে । গত ২৫ আগস্ট মিয়ানমারের রাখাইন রাজ্যে সহিংসতা শুরুর পর থেকে এখন পর্যন্ত ৫ লাখের বেশি রোহিঙ্গা মুসলিম পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম এমনটিই জানিয়েছেন।