বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ ৭ই অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
র‌্যাংকিংয়ে প্রথম হয়েছে ব্র্যাক ইউনিভার্সিটি
প্রকাশ: ০৪:১৮ pm ১১-১১-২০১৭ হালনাগাদ: ০৪:২২ pm ১১-১১-২০১৭
 
 
 


দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে র‌্যাংকিংয়ে প্রথম হয়েছে ব্র্যাক ইউনিভার্সিটি। তালিকায় দ্বিতীয় নর্থসাউথ ইউনিভার্সিটি ও ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ তৃতীয় হয়েছে। সম্প্রতি বাংলা ট্রিবিউন-ঢাকা ট্রিবিউনের যৌথ উদ্যোগে পরিচালিত এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের র‌্যাংকিং প্রকল্পটির তত্ত্বাবধানে উপদেষ্টা কমিটিতে ছিলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম, ওআরজি কোয়েস্টের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর মনজুরুল হক, বাংলা ট্রিবিউনের সম্পাদক জুলফিকার রাসেল, প্রথম আলোর নিউজ এডিটর শরিফুজ্জামান পিন্টু, ইনস্টিটিউট অব ইনফরমেটিক্স অ্যান্ড ডেভেলপমেন্টের সিইও সাঈদ আহমেদ।

ওআরজি কোয়েস্ট রিসার্চ লিমিটেডের পরিচালনায় এ গবেষণা থেকে জানা যায়, দেশে বর্তমানে ৮৩টি বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে। এই গবেষণার মূল লক্ষ্য হলো এই বিশ্ববিদ্যালয়গুলোকে একটি র‌্যাংকিংয়ের আওতায় আনা হবে। যদিও ৮৩টি বিশ্ববিদ্যালয়ের ওপর এই গবেষণা পরিচালিত হয়নি। যে ১৫টি বিশ্ববিদ্যালয়কে সরকার কালো তালিকাভুক্ত করেছে, সেগুলোকে এই র‌্যাংকিংয়ের আওতায় আনা হয়নি। এছাড়া যেসব বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ২০১২ সালের পর শুরু হয়েছে ও এখন পর্যন্ত কোনও সমাবর্তন হয়নি, সেগুলোও এই গবেষণায় অন্তর্ভুক্ত করা হয়নি। এমন বিশ্ববিদ্যালয়ের সংখ্যা প্রায় ২০টি। ভবিষ্যতে এই বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণার আওতায় নেওয়া হবে। মোট ৩২টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর এই গবেষণা পরিচালিত হয়েছে। এরমধ্য থেকেই ফ্যাকচুয়াল, পারসেপচুয়াল ও এই দু'টির স্কোরের সমন্বয়ে চূড়ান্ত র‌্যাংকিং করা হয়েছে সেরা ২০টি বিশ্ববিদ্যালয়ের।

প্রতিবেদন অনুযায়ী বেসরকারি বিশ্ববিদ্যালয়ের র‌্যাংকিং :

১. ব্র্যাক ইউনিভার্সিটি

২. নর্থসাউথ ইউনিভার্সিটি

৩. ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি

৪. আহসানউল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি

৫. আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ,

৬. ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ

৭. ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি

৮. দ্য ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক

৯. ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

১০. ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

১১. ইস্টার্ন ইউনিভার্সিটি

১২. স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ

১৩. নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ

১৪. ইউনিভার্সিটি অব ডেভলপমেন্ট অল্টারনেটিভ

১৫. স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি

১৬. প্রাইমএশিয়া ইউনিভার্সিটি

১৭. ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগরিকালচার অ্যান্ড টেকনোলজি

১৮. আশা ইউনিভার্সিটি বাংলাদেশ

১৯. সাউথ ইস্ট ইউনিভার্সিটি

২০. বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি।
See More at: http://www.shokalerkhobor24.com/news/20627-%E0%A6%B6%E0%A7%80%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%B7%E0%A7%87-%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%95%2C-%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%80%E0%A7%9F-%E0%A6%A8%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A5-%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%89%E0%A6%A5

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT