শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ৮ই অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
লাস ভেগাসে কনসার্টে বন্দুকধারীর হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৯, আহত পাঁচ শতাধিক
প্রকাশ: ১০:৪৯ am ০৩-১০-২০১৭ হালনাগাদ: ১০:৫২ am ০৩-১০-২০১৭
 
 
 


যুক্তরাষ্ট্রের লাস ভেগাস শহরের কর্তৃপক্ষ জানিয়েছে, শহরের একটি কনসার্টে একজন বন্দুকধারীর হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৫৯ জনে। শহরটির মান্দালে বে হোটেলের কাছে বন্দুকধারীর এলোপাথাড়ি গুলিতে ৫০০ জনেরও বেশি আহত হয়েছে। পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন হামলাকারীর নাম স্টিভেন প্যাডক। ৬৪ বছর বয়সী প্যাডক ঐ শহরেরই একজন বাসিন্দা। নিকটবর্তী একটি ক্যাসিনো মান্দালে বে'র ৩২-তলার একটি কামরা থেকে তিনি নিচে মিউজিক ফেস্টিভালের ওপর গুলি বর্ষণ করেন। প্যাডককে গুলি করে হত্যা করেছে। মার্কিন ইতিহাসে এটাই সবচেয়ে শোচনীয় বন্দুক হামলার ঘটনা। তার সাথে কোন জঙ্গী গোষ্ঠীর যোগাযোগ নেই বলেই কর্তৃপক্ষ বিশ্বাস করে। অপরদিকে পুলিশ জানিয়েছে, ঐ হামলাকারীর সাথে ছিলেন ম্যারিলু ডেনলি নামে এক নারীর খোঁজ পাওয়া গেছে। পুলিশ এখন তার সাথে কথা বলার চেষ্টা করছে। সোমবার (২ অক্টোবর) স্থানীয় সময় রাত সাড়ে দশটার দিকে এই গোলাগুলির ঘটনা ঘটে। এর পরই সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে এই হামলার ওপর অনেক ভিডিও ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায় শত শত মানুষ দৌড়ে পালিয়ে যাচ্ছে। আর গুলির যে শব্দ শোনা যায় তা থেকে ধারণা করা হয় যে সেটা একটা স্বয়ংক্রিয় বন্দুকের শব্দ। টিভিতে দেখানো সরাসরি ফুটেজে দেখা যায় লাস ভেগাস স্ট্রিপে ভারী অস্ত্রসহ পুলিশ অবস্থান করছিল।

সূত্র: বিবিসি

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT